নবিজির আখলাক
লেখক: ইমাম আবু শাইখ ইসফাহানি রহ.
প্রকাশনী : ইলহাম ILHAM
TK. 500TK. 340You Save TK. 160 (32% ছাড়ে)
340৳ Current price is: 340৳ . Original price was: 500৳ .
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পর পৃথিবী দেড় হাজার বছর পেরিয়ে গেছে, অথচ আজও তাঁর প্রতিটি কথা, প্রতিটি কাজ, প্রতিটি নড়াচড়া ও ইশারা তথা জীবনের সমস্ত কিছুর চর্চা অব্যাহত আছে। তাঁর উঠাবসা, চলাফেরা, জীবনযাপন, পোশাক-পরিচ্ছদ, খানাপিনা ও চেহারা-সুরত ইত্যাদি সবকিছুর পুঙ্খানুপুঙ্খ বর্ণনা সিরাত ও ইতিহাসের পাতায় পাতায় লিপিবদ্ধ রয়েছে। আনন্দ ও তৃপ্তিকর খবর এই যে, পৃথিবীতে এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া দ্বিতীয় আর কাউকে নিয়ে এত অধিক প্রশংসীয় আলোচনা হয়নি এবং আর কাউকে নিয়ে লেখা হয়নি এত অসংখ্য গ্রন্থ। সন্তান জন্মগ্রহণের পর পৃথিবীজুড়ে সর্বাধিক যে নামটি রাখা হয় তা হলো মুহাম্মদ। লোকেরা তাদের প্রাণাধিক প্রিয় রাসুলকে ভালোবেসে সন্তানের নাম মুহাম্মদ রাখেন। কত শতাব্দী পেরিয়ে গেছে, কিন্তু আজও প্রতিনিয়ত তাঁর অনুসারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
এই গ্রন্থটি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামগ্রিক জীবনের ওপর লেখা নয়; বরং জীবনের নির্দিষ্ট একটি দিক নিয়ে রচিত। তা হলো, আখলাক। এই গ্রন্থে তাঁর জীবনের সে সমস্ত বৈশিষ্ট্য ও গুণাবলি সংকলন করা হয়েছে যা খোদ সাহাবিদের মাধ্যমে হাদিসে বর্ণিত হয়েছে।
‘নবিজির আখলাক’ শীর্ষক গ্রন্থটি আমাদের হৃদয়ে সুন্দর আখলাকের বীজ বপন করবে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান চরিত্র রেখাপাত করবে আমাদের। তাঁর জীবন যে অনিন্দ্য অপরূপ আখলাকে শোভিত ছিল তাতে আমাদেরও শোভিত হওয়ার রসদ জোগাবে।






